Thursday, August 20, 2020

Register’s volt for light (কত ভোল্ট লাইটের জন্য কত মানের রেজিষ্টার)

 Register’s volt for light

Each LED bulb has a data sheet by which we can easily understand how much voltage is needed for that bulb and how many amperes of current it needs. The LED bulbs that are usually available in the market have a voltage of 3.5 and ampere of 25 Milliampere.

Now if we use a 9 volt battery, to calculate the value of resistance we must first find out the voltage difference such as: 9-3.5 = 5.5 volts and convert milliamperes to amperes like: 25 ÷ 1000 = 0.025 amperes

Now the formula for finding the resistance is Resistance (ohm) = Voltage ÷ Ampere(R=V÷I)

So the value of our register will be 5.5 ÷ 0.025 = 220 ohms (Ω)

Now the formula to calculate the amperes of the register will be: Power = Voltage × Amperes.(P=V×I)

So the value of our register will be 5.5 × 0.025 = 0.1375 amperes. That is, we have to use a register with a value above 0.1375 amperes.

কত ভোল্ট লাইটের জন্য কত মানের রেজিষ্টার

প্রতিটি এল ই ডি বাল্বের ডেটা শীট থাকে যা দেখে আমরা সহজেই বুজতে পারি যে সেই বাল্ব টির জন্য কত ভোল্টেজ দরকার এবং এর কত এম্পিয়ার কারেন্ট প্রয়োজন। সাধারনত বাজারে যে সমস্ত এল ই ডি বাল্ব পাওয়া যায় তার ভোল্টেজ 3.5 ও এম্পিয়ার 25 মিলিএম্পিয়ার।অর্থা্ৎ 25 মিলিএম্পিয়ারের 3.5 ভোল্টেজ প্রবাহিত হলেই লাইটটি জ্বলে উঠবে।

এখন আমরা যদি একটা 9 ভোল্টের ব্যাটারী ব্যাবহার করি তাহলে কত মানের রেজিষ্টান্স ব্যাবহার করব তা হিসাব করার জন্য প্রথমেই আমাদেরকে ভোল্টেজ ডিফারেন্স বের করে নিতে হবে যেমন: 9-3.5=5.5 ভোলোটজ ও মিলিএম্পিয়ারকে এম্পিয়ারে রুপান্তর করে নিতে হবে যেমন: 25÷1000=0.025 এম্পিয়ার

এখন রেজিষ্টেন্স বার করার জন্য সূত্র হচ্ছে রেজিন্টান্স(ওহম)=ভোল্টেজ÷এম্পিয়ার

সুতরং আমাদের রেজিষ্টার এর মান হবে 5.5÷0.025=220ওহম (Ω)

এবার এই রেজিষ্টার টি কত এম্পিয়ারের হবে তা দেখার জন্য যে সূত্রটি ব্যাবহার করব তা হল পাওয়ার=ভোল্টেজ×এম্পিয়ার।

সুতরং আমাদের রেজিষ্টার এর মান হবে 5.5×0.025=0.1375 এম্পিয়ার ।অর্থা্ৎ 0.1375 এম্পিয়ার এর উপরের মান সম্পন্ন রেজিস্টার আমাদেরকে ব্যাবহার করতে হবে।

No comments:

Post a Comment