Wednesday, August 16, 2017

এল ই ডি বা লাইট ইমিটিং ডায়োড



এল ডি বা লাইট ইমিটিং ডায়োড এর দুইটি পা থাকে একটি এনোড বা পজেটিভ আরেকটি ক্যাথোড বা নেগেটিভ সাধারণত  নতুন অবস্থায় এল ডি এর পজেটিভ বা এনোড পা টি অপরটি হতে বড় হয় লম্বায় এলইডির ভিতরে তাকালে দুটো অংশ দেখা যায় এবং এর নীচের দিকে থাকা অংশের সাথে যুক্ত পা টি এনোড আর অপরটি ক্যাথোড বা নেগেটিভ।এল ডি এর একদিকে সমান করা অংশ এর দিকের পা টি ক্যাথোড বা নেগেটিভ বে অপর টি এনোড বা পজেটিভ হবে। সার্কিট লাগানোর সময় এর পজেটিভ প্রান্ত সবসময় সার্কিটের (+) প্রান্তের সাথে সংযোগ দিতে হবে।  এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ বা গ্রাউন্ডের সাথে সংযোগ দিতে হবে। উল্টো করে কানেকশন দিলে এর থেকে আমরা আলো পাব না। যায়।সাধারণত এল ডি এর আয়ু কমবেশী সঠিক ভাবে ব্যবহার করলে ৫০ হাজার ঘন্টাবাজারে নানান রকম সাইজ ডিজাইনের এলইডি পাওয়া যায়। খুব কম আলো দিতে সক্ষম এলইডি  ও চোখ ধাধানো আলো দিতে সক্ষম শক্তিশালী এলইডিও পাওয়া যায়।সাধারণত এল ডি এর আয়ু কমবেশী সঠিক ভাবে ব্যবহার করলে ৫০ হাজার ঘন্টাএকটি এল ডি বাল্ব জ্বালাতে প্রয়োজন . ভোল্ট এবং ২০ মিলিএম্পিয়ার


Thursday, August 3, 2017

একটি আদর্শ এল ই ডি ইমারজেন্সি লাইট নিম্নরুপে তৈরী করা যায়।


 একটি আদর্শ এল ই ডি ইমারজেন্সি লাইট নিম্নরুপে তৈরী করা যায়।
 
একটি এল ই ডি বাল্ব জ্বালাতে প্রয়োজন ৩.৬ ভোল্ট এবং ২০ মিলিএম্পিয়ার। এই সার্কিটটিতে আমরা ৬ ভোল্টের একটি ব্যাটারী ব্যাবহার করেছি। অনেকগুলো এল ই ডি কে এক সাথে জ্বালাতে আমরা পূর্বে সাধারনত এল ই ডি গুলোকে সমান্তরাল ভাবে একটি ব্যাটারীর সাথে যুক্ত করে দিতাম।
এই সার্কিটটিতে আমরা ৪ টি ডায়ডকে এল ই ডির সাথে সমান্তরালে যুক্ত করেছি এবং একটি সুইচ্ও সংযুক্ত করেছি। ওহম্স ল হতে আমরা জানি যে ভোল্টেজ হচ্ছে সরাররি কারেন্ট প্রবহের সমান্তরাল তাই যদি ৬ ভোল্ট সাপ্লাইকে যদি আমরা সরাসরি সাদা এল ই ডির সাথে সংযুক্ত করি তাহলে তারা অতিরিক্ত কারেন্ট শোষন করতে আরম্ভ করবে এবং রেজিস্টার এবং এল ই ডি গুলি অপ্রয়োজনীয় তাপ উৎপাদন করতে থাকবে আর ব্যাটারীর চার্জ খুব দ্রুত শেষ করে ফেলবে। এমনটা ঘটবে কারন একটি এল ই ডির জন্য প্রয়োজন ৩.৬ ভোল্ট আর ব্যাটারীতে সাপ্লাই হচ্ছে ৬ ভোল্ট যা একটি এল ই ডি প্রযোজনের তুলনায় অনেক বেশি। যেহেতু একটি ডায়ড ০.৬ ভোল্টেজ ড্রপ করতে পারে তাই ৪ টি ডায়ড ব্যাবহার করে আমরা একটি এল ই ডির জন্য প্রয়োজনীয় ভোল্টেজ পেতে পারি।

এখন এল ই ডি জ¦লতে জ¦লতে যখন ব্যাটারী ভোল্টেজ  ড্রপ করে এবং এল ই ডি গুলির আলো দুর্বল হতে থাকে তাহলে আমরা সুইচটিকে ডায়ড হতে এক ও দুই স্টেপ এগিয়ে দিতে পারি তাহলে এল ই ডির আলো বেড়ে যাবে আরও এক ঘন্টার জন্য এবং এর পর আমরা র্আও এক ধাপ এগিয়ে দিতে পারি যাতে আরও এক ঘন্টা বেশি আলো প্ওায়া যায়। এভাবে আমরা একটি ব্যাটারী থেকে অধিক ব্যাকআপ পেতে পারি।




একটি আদর্শ এল ই ডি ইমারজেন্সি লাইরে ডায়াগ্রাম নিম্নরুপ।

 List of Parts:

R1 = 1M, ¼ Watt, 5%, CFR
R2 = 10K, ¼ Watt, 5%, CFR
R3 = 10 Ohms 1Watt
ALL LED RESISTORS ARE = 22 Ohms, ¼ Watt
C1 = 205/400V, PPC
C2 = 100uF, 25V
Z1 = 9 V, 1 WATT
T1 = BD 140
ALL DIODES = 1N4007
S1 = SINGLE POLE 3-WAY SWITCH
BATTERY = 6 VOLTS 4 AH
LEDS = WHITE, 5mm, HIGH EFFICIENCY