Wednesday, August 16, 2017

এল ই ডি বা লাইট ইমিটিং ডায়োড



এল ডি বা লাইট ইমিটিং ডায়োড এর দুইটি পা থাকে একটি এনোড বা পজেটিভ আরেকটি ক্যাথোড বা নেগেটিভ সাধারণত  নতুন অবস্থায় এল ডি এর পজেটিভ বা এনোড পা টি অপরটি হতে বড় হয় লম্বায় এলইডির ভিতরে তাকালে দুটো অংশ দেখা যায় এবং এর নীচের দিকে থাকা অংশের সাথে যুক্ত পা টি এনোড আর অপরটি ক্যাথোড বা নেগেটিভ।এল ডি এর একদিকে সমান করা অংশ এর দিকের পা টি ক্যাথোড বা নেগেটিভ বে অপর টি এনোড বা পজেটিভ হবে। সার্কিট লাগানোর সময় এর পজেটিভ প্রান্ত সবসময় সার্কিটের (+) প্রান্তের সাথে সংযোগ দিতে হবে।  এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ বা গ্রাউন্ডের সাথে সংযোগ দিতে হবে। উল্টো করে কানেকশন দিলে এর থেকে আমরা আলো পাব না। যায়।সাধারণত এল ডি এর আয়ু কমবেশী সঠিক ভাবে ব্যবহার করলে ৫০ হাজার ঘন্টাবাজারে নানান রকম সাইজ ডিজাইনের এলইডি পাওয়া যায়। খুব কম আলো দিতে সক্ষম এলইডি  ও চোখ ধাধানো আলো দিতে সক্ষম শক্তিশালী এলইডিও পাওয়া যায়।সাধারণত এল ডি এর আয়ু কমবেশী সঠিক ভাবে ব্যবহার করলে ৫০ হাজার ঘন্টাএকটি এল ডি বাল্ব জ্বালাতে প্রয়োজন . ভোল্ট এবং ২০ মিলিএম্পিয়ার


2 comments:

  1. Ohh great..! I really watching for that. Very helpful and interesting article. Thanks for sharing us. Have a nice day.

    ReplyDelete